...

বৈশিষ্ট্য সমূহ

Saturday, July 23, 2016

হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের এক বিস্ময় অবদান

সম্পূর্ণ নতুন আঙ্গিকে হোমিওপ্যাথিক ৫০ সহস্রতমিক ঔষধ

সারা বিশ্বে প্রচলিত অত্যাধুনিক নতুন নতুন হোমিওপ্যাথিক ঔষধ বাজারজাত করণে ও ঔষধের মান উন্নয়নে এক ধাপ এগিয়ে।

আমাদের ৫০ সহস্রতমিক ঔষধের বৈশিষ্ট্য সমূহঃ


১) (A – Z) পর্যন্ত সম্পূর্ণ ঔষধ সরাসরি বিদেশ থেকে সংগ্রহকৃত।
২) পিল গলা বা বসে যাওয়া রুধে একটিমাত্র বড়ি (পিল) পরবে তাই উন্নত
   মানের বিদেশি প্যাঁচানো কাঁচের শিশি ও ওয়াসার যুক্ত ক্যাপ ব্যবহার করা হয়।
৩) সম্পূর্ণ দেশি-বিদেশি উন্নত মান সম্পন্ন ১০নং পিল দ্বারা ঔষধ সরবরাহ করা হয়।
৪) পিল শুষ্ক রাখার জন্য ব্লুটিং পেপার ব্যবহার করা হয়।
৫) সঠিক পরিমাপে ঔষধ মিশ্রণ করে সরবরাহ করা হয়।
৬) ঔষধের বিশুদ্ধতার জন্য শিশি বিশুদ্ধ করে ঔষধ সরবরাহ করা হয়।
৭)  আকর্ষনীয় ডিজাইনের ফোর কালারিং লেবেল যুক্ত।
৮)  সু-দক্ষ ব্যক্তি ও ডাক্তার দ্বারা ১০০% নিশ্চয়তা এবং নিরাপত্তা সহকারে ঔষধ
    সরবরাহ করা হয়।
৯)  আমাদের ঔষধের মূল্য নানা প্রতিকূলতার সত্ত্বেও খুব বেশী নয়।
১০) বিশাল পরিসরে অর্গাননের সূত্র মতে (সূত্র নং-২৭০) অতিরিক্ত
     তাপমাত্রা বিহীন নীরব ও সুন্দর পরিবেশে উৎপাদিত।
১১) বাংলাদেশে এই প্রথম আধুনিক অটোমেটিক মেশিনের মাধ্যমে
     অর্গাননের সূত্র মোতাবেক বিশুদ্ধরূপে ঔষধ শক্তিকরণ করা হয়।
১২) বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর ও বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।


(বিঃ দ্রঃ ভি.পি ও যে কোন পার্শ্বেল যোগে অতিযতœ সহকারে ঔষধ পাঠানো হয়। ঔষধ অর্ডারের সাথে ৫০% টাকা প্রদান করতে হয় । প্রয়োজনে কাঠের কর্কেরও সু-ব্যবস্থা আছে)



ইউনাইটেড হোমিও মেডিকেল সেন্টার
৩০ রামঘাট, ১ নং কান্দিরপাড়, কুমিল্লা, বাংলাদেশ।
মোবাইল:  ০১৭৪০-৯৭৫৫৯৮, ০১৮১৮-৫৪৯৪৫৯

E-mail :unitedhomeo@gmail.com , Web: unitedhomeo.blogspot.com